গুগল ড্রাইভে আনলিমিটেড শেয়ার স্টোরেজ একদম ফ্রি

গুগল ড্রাইভে আনলিমিটেড শেয়ার স্টোরেজ একদম ফ্রি কিভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড ফ্রি স্পেস যোগ করবেন সতর্কতাঃ কে দিচ্ছে এই শেয়ারড ড্রাইভ 

 বন্ধুরা, সাধারণত গুগল তার প্রতিটি ইমেইল এড্রেসের বিপরীতে ১৫ জিবি স্টোরেজ দিয়ে থাকে, যা কিনা আপনি ব্যবহার করতে পারেন ইমেইল, গুগল ফটোস কিংবা গুগল ড্রাইভে যেকোন ফাইল রাখার কাজে। এই স্পেস শেষ হয়ে গেলে আপনাকে গুগল থেকে নির্ধারিত মূল্যে স্পেস কিনে নিতে পারেন। গুগল এর ওয়েবসাইটে এই মূল্য দেয়া আছে। অতিরিক্ত এই স্পেসের মূল্য হল ১০০ জিবির জন্য- ১৫০ টাকা প্রতি মাসে অথবা ১৬০০ টাকা প্রতি বছর। ২০০ জিবির জন্য- ২৫০ টাকা প্রতি মাসে অথবা ২৫০০ টাকা প্রতি বছর। ২ টিবির জন্য- ৮০০ টাকা প্রতি মাসে অথবা ৮১০০ টাকা প্রতি বছর। গুগল ড্রাইভের এই স্পেস বাড়ানোর জন্য এর কোন বিকল্প নেই। কিন্তু আজ আমি আপনাদের একটি বিকল্প রাস্তা দেখাব যার মাধ্যমে আপনি চাইলে আপনার গুগল ড্রাইভে আনলিমিটেড ফ্রি স্পেস যোগ করে নিতে পারেন, তাও আবার সম্পূর্ণ ফ্রি এবং আজীবনের জন্য।


  কিভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড ফ্রি স্পেস যোগ করবেন


মাত্র ৩টি ধাপেই এটা সম্ভব তাও আবার এক মিনিটেই। আসুন ধাপগুলো জেনে নেই।

1. প্রথমে এই সাইটে যান এবং প্রথম লাইনে আপনার ড্রাইভের একটি নাম দিন। 
2. এরপর আপনার ইমেইল এড্রেস দিন এবং ক্যাপচা পূরন করুন। 
3. এবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে Get বাটনে চাপুন এবং অপেক্ষা করুন অকে মেসেজ আসা পর্যন্ত।


 নিচের ছবি দেখুনঃ
এবার আপনার গুগল ড্রাইভে লগইন করুন, দেখবেন আপনার মেইন ড্রাইভের সাথে একটি শেয়ারড ড্রাইভ যুক্ত হয়ে গেছে। আপনি আপনার মূল ড্রাইভ থেকে যেকোন ফাইল ড্রাগ করে শেয়ারড ড্রাইভে রেখে দিন, আর মেইন ড্রাইভের স্পেস ফাকা করে নিন। 


 সতর্কতাঃ 

যেহেতু এটি একটি শেয়ারড ড্রাইভ তাই ব্যক্তিগত কোন গোপন ছবি বা ফাইল এখানে না রাখাই ভাল। মুভি, গান কিংবা যেকোন ভিডিও ক্লিপ নিশ্চিন্তে এখানে রেখে দিন। আর আজীবন ব্যবহার করতে থাকুন।

 অনেক প্রতারক চক্র ফেসবুকে ২৫০/৫০০ টাকার বিনিময়ে এই ফ্রি সার্ভিস বিক্রি করে বেরাচ্ছে, তাদের এড়িয়ে চলুন।

 কে দিচ্ছে এই শেয়ারড ড্রাইভ

আসলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে গুগল আনলিমিটেড স্পেস দিয়েছে তাদের ছাত্র-ছাত্রিদের শিক্ষার কাজে ব্যবহারের জন্য। আপনিও এই প্রক্রিয়ার মাধ্যমেই এটা পেয়ে গেলেন। 


 ধন্যবাদ সবাইকে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না

Tags: গুগল ড্রাইভে আনলিমিটেড শেয়ার স্টোরেজ

Md Gaffar Sarker (  Rakib )


Please Select Embedded Mode To Show The Comment System. *

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম