ভাব আছে যার গায়ে বাংলা লিরিক্স ফকির সাহেব

 

Md. Gaffar Sarker

ভাব আছে যার গায়, দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়ারে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে।

মক্কা কি মদীনা, খুঁজিলেই মেলে না
খুঁজিয়া দেখ আপন দিলেতে।

মক্কা কি মদীনা, খুঁজিলেই মেলে না
খুঁজিয়া দেখ আপন দিলেতে।

দেখিলেই ছবি, পাগল হবি
দেখিলেই ছবি, পাগল হবি
কোন নিষেধ মানবে না রে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।
ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।

আমার আমার ছাড়ো, দমের জিকির করো
পাইলেও পাইতে পারো মাওলারে।

আমার আমার ছাড়ো, দমের জিকির করো
পাইলেও পাইতে পারো মাওলারে।

মুর্শিদ রুপে নয়ন দিয়াছে যে জন,
গুরু রুপে নয়ন দিয়াছে যে জন,
তার মরণের ভয় কি আর আছে রে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।

ভাব আছে যার গায়, দেখলে তারে চেনা যায়
ভাব আছে যার গায়, দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়ারে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।

ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।

Please Select Embedded Mode To Show The Comment System. *

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম